দেশে আবার ওয়ান ইলেভেনের আশঙ্কা: দিলীপ বড়ুয়া

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য স্বাধীনতাবিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ইলিয়াস আলীর ঘটনাসহ সাম্প্রতিক অন্যান্য ঘটনাই প্রমাণ করে, বিগত ওয়ান ইলেভেনের ক্রীড়ানয়করা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে দেশে আবারও ওয়ান ইলেভেনের সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার প্রেসক্লাবের সামনে স্বার্থবাদী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এসব ষড়যন্ত্র থেকে দেশের সাধারণ মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশে গুম ও হত্যার রাজনীতির সূচনা করে। সে সময় দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূণ্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় চিহ্নিত অপশক্তি সম্প্রতি ইলিয়াস আলীর ঘটনাসহ অন্যান্য ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

এ অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিরোধ না করলে ভবিষ্যতে ইলিয়াস আলীর ঘটনার মতো আরো ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “দেশে আর কখনো ঘোলা পানিতে মাছ শিকারের অপরাজনীতি সফল হতে দেওয়া হবে না।”

মানববন্ধনে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ধীরেন সিংহ, আবু হামেদ সাহাবুদ্দিন, লুৎফর রহমান, অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফনি, অ্যাডভোকেট বীরেণ সাহা, হারুন চৌধুরী, শ্রমিক নেতা এম দেলোয়ার হোসেন, যুব নেতা ম. মোশাহিদ ও ছাত্র নেতা কনক বড়ুয়া বক্তব্য রাখেন।

রাজনীতি