প্যারিসের কেন্দ্রস্থলে বিস্ফোরণে নিহত ৩

প্যারিসের কেন্দ্রস্থলে বিস্ফোরণে নিহত ৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রায় কেন্দ্রস্থলে একটি বেকারিতে বড় ধরনের এক বিস্ফোরণে তিন জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে। নিহত তিন জনের মধ্যে দুজন দমকল কর্মী ও অপরজন একজন নারী।

গতকাল শনিবার স্থানীয় সময় বিস্ফোরণটি একটি ভবনের নিচ তলায় হয়। সকাল প্রায় ৯টার সময় এ বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

বিস্ফোরণে আহতদের মধ্যে অন্তত ১০ জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের প্রতিবাদ বিক্ষোভের সম্ভাবনায় প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরই মধ্যে ছয় নাম্বার রু দ্যু ত্রেভিজার বন্ধ ওই বেকারিতে বিস্ফোরণটি ঘটে। তবে এর সঙ্গে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে ধারণা পুলিশের।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্তোফ কাস্তেনেয়া জানিয়েছেন, জরুরি বিভাগের কর্মীরা একটি গ্যাস লিক বন্ধে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে।

আন্তর্জাতিক