‘আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো সম্ভব হবে না’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান। প্রাক-বাজেট আলোচনায় এফবিসিসিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।
বৈঠকে এফবিসিসিআই’র পক্ষ থেকে আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি জানানো হলে বাংলাদেশে কর্পোরেট ট্যাক্সের হার অনেক বেশি বলে স্বীকার করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের এখানে কর্পোরেট ট্যাক্সের হার অনেক বেশি। ২৭ শতাংশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোও এর আওতায় পড়ে যাচ্ছে। কিন্তু তাহলেও এবারের বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো সম্ভব হবে না’।
উল্লেখ্য, প্রাক-বাজেট আলোচনায় এফবিসিসিআই’র পক্ষ থেকে সহায়ক নীতিমালা সংক্রান্ত ৭ দফা, আমদানি শুল্ক সংক্রান্ত ৩ দফা, মূল্য সংযোজন কর সংক্রান্ত ৩ দফা ও আয়কর সম্পর্কিত ৮ দফা মোট ২১ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।
এর বাইরে এফবিসিসিআই নেতারা বাজেটে ঘাটতি না রাখা, বাস্তবায়নযোগ্য এডিপি প্রণয়ন, জ্বালানি খাতে অধিক বরাদ্দ ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ, করের বোঝা না বাড়ানো, কর ফাঁকি রোধে সুনির্দিষ্ট কর নির্ধারণ ও শুল্কায়ন পদ্ধতি অটোমেশনকরণ এবং রুগ্ন শিল্পে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন।
এফবিসিসিআই’র নেতাদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট ঘাটতি আমাদের খুব বেশি নয়। চলতি বাজেটে ঘাটতির পরিমাণ জিডিপি’র ৫ দশমিক ১ শতাংশ। আগামী বাজেটেও এটা ৫ শতাংশের মধ্যে সীমিত রাখা হবে’।
বাজেট ঘাটতি থাকাটা আমাদের জন্য দরকার’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ঘাটতির অর্থ কোথায় ব্যয় করা হবে, সেটা কোনো বিষয় নয়। এতে করে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে না। তিনি জানান, চলতি অর্থবছরেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে।