৩৪ বছ‌রের পুর‌নো সেই গাড়িতে মাহাথির

৩৪ বছ‌রের পুর‌নো সেই গাড়িতে মাহাথির

৩৪ বছরের পুরনো গাড়িতে চড়ে আবেগে আপ্লুত হলেন মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সে গাড়িটি মাহাথির মোহাম্মদ উপহার হিসেবে এক ব্যক্তিকে দিয়েছিলেন ৩৪ বছর আগে। সে ব্যক্তির মৃত্যুর পর তার সন্তান গাড়িটি যত্ন করে রেখেছিলেন এবং তাতেই মাহাথির মোহাম্মদকে নিয়ে ২০ কিলোমিটার গাড়িটি চালান।

গতকাল বৃহস্পতিবার জোহর প্রদেশের বর্তমান সুলতা‌ন ইব্রা‌হিম ইস্কান্দারের সঙ্গে সাক্ষাত ক‌রেন। সে সময়েই সাক্ষাত শেষ ক‌রে ফেরার প‌থে জহুর প্র‌দে‌শের সুলতান ইব্রাহিম তার বাবার ৩৪ বছ‌রের পুর‌নো ‘প্রো‌টোন ১’ সাগা ম‌ডে‌লের প্রথম সংস্ক‌রনের গা‌ড়ি‌তে ক‌রে জহুর বারুর ইস্তানা বু‌কেট সে‌রেইন থে‌কে প্রধানমন্ত্রী‌কে সিনাই বিমান বন্দ‌রে নি‌য়ে যান।

এ সময় ২০ কি‌লো‌মি‌টার পথ সুলতান ইব্রা‌হিম নি‌জেই গা‌ড়ি‌টি চালান। ১৯৮৫ সা‌লে বর্তমান সুলতা‌নের বাবা মৃত সুলতান ইস্কানদার‌কে মাহাথীর মোহাম্মদ তার প্রথম মেয়া‌দে প্রধানমন্ত্রী থাকা কালীন উপহার স্বরুপ প্রদান ক‌রে‌ছি‌লেন এ গাড়িটি ৷

এটি ছিল মাল‌য়ে‌শিয়ার তৈ‌রি প্রথম গা‌ড়ি। সুলতা‌নকে উপহার দেয়া গা‌ড়ি‌টি‌তে ২০ কি‌লো‌মিটার যাত্রা ক‌রেন ড. মাহাথির।

অন্যান্য আন্তর্জাতিক