জেমস ম্যাকডোনাল্ড রূপসী বাংলা হোটেলের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন।
রূপসী বাংলা হোটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নর্থ ডেভন পলিটেকনিক হোটেল স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। জেমস একজন ব্রিটিশ নাগরিক। তিনি রয়াল সোসাইটি অব আর্টস থেকে ফুড হাইজিন সনদপ্রাপ্ত।
মঙ্গলবার ম্যাকডোনাল্ড নিয়োগ পান। এর আগে তিনি ইন্টারকন্টিনেন্টাল রিজেন্সি বাহরাইনের মহাব্যবস্থাপক ছিলেন। হসপিটালিটি বিষয়ে ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জেমস ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের হয়ে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়া, জাম্বিয়া, আরব আমিরাত, বাহরাইন, অস্ট্রেলিয়া, কেনিয়া ও মিশরে দায়িত্ব পালন করেছেন।