আজ পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনা কমিটির সভা

আজ পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনা কমিটির সভা

পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনা নিয়ে গঠিত কমিটির সভা বসবে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায়। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, মজুরি নিয়ে উদ্ভুত সমস্যার দ্রুত সমাধান করা হবে। মজুরি কাঠামোতে কোনো অসামঞ্জস্যতা থাকলে তা দূর করা হবে।

পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষ নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, সভায় সবার কথা ধৈর্য সহকারে শোনা হবে। শুনে যদি বেতন কাঠামোতে বেসিক বা গ্রসে কোনো অসামঞ্জস্যতা থেকে থাকে তবে অবশ্যই সেটি মেটানো হবে।

বর্তমান সরকারের শেষ সময়ে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় আট হাজার টাকা। গত ডিসেম্বর মাস থেকে এ মজুরি কার্যকর করার কথা। তবে শ্রমিকদের অভিযোগে কারখানার মালিকরা ন্যূনতম মজুরি প্রদান করছে না। এছাড়া নতুন মজুরি কাঠামোতে বৈষম্য রয়েছে বলেও দাবি করছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা।

অর্থ বাণিজ্য বাংলাদেশ