জিয়া ট্রাস্ট ফান্ড মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার উচ্চ আদালতে যাচ্ছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিন বেলা ১২টায় বেগম খালেদা জিয়া হাইকোর্টে হাজির হবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তবে চেয়ারপারসনের উপদেষ্টা ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাংলাউিজকে বলেন, ‘ম্যাডামের কোর্টে হাজিরা দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত না। আমরা সকালে কোর্টে গিয়ে খোঁজ-খবর নেব। কাল মামলাটি কোর্টে উঠলে ম্যাডাম হাজিরা দিতে আসবেন। সেক্ষেত্রে তিনি ২টার পরে কোর্টে আসতে পারেন।’
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জিয়া ট্রাস্ট ফান্ডের অর্থ অনিয়মের অভিযোগ এনে ২০০৯ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় এটিই খালেদা জিয়ার প্রথম হাজিরা।