আমিরাতের জন্য আরো ২ অয়েল ট্যাংকার বানাবে ওয়েস্টার্ন মেরিন

আমিরাতের জন্য আরো ২ অয়েল ট্যাংকার বানাবে ওয়েস্টার্ন মেরিন

সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির জন্য আরও দুটি অয়েল ট্যাংকার নির্মাণের কার্যাদেশ পেল দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সম্প্রতি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং আল রশিদ শিপিং লিমিটেডের পক্ষে আহমেদ আল মারজুকি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সাড়ে ছয় হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই ট্যাংকারগুলো ১০৯ দশমিক ৬৫ মিটার দৈর্ঘ্য, ১৮ মিটার প্রস্থ ও ৮ দশমিক ৪০ মিটার গভীরতা সম্পন্ন হবে। ট্যাংকার ২ টি আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিতাস (বিভি) ফ্রান্সের তত্ত্বাবধানে নির্মিত হবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা দুবাইতে একটি টিসিএল জাহাজ রপ্তানির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশ করি। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প অচিরেই বড় জায়গা দখল করবে।’

কম্পানির চেয়ারম্যান মো. সায়ফুল ইসলাম বলেন, ‘সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্প দেশের অর্থনীতিতে অবদানসহ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে (এসডিজি) এ বিশেষ ভূমিকা রাখবে। এ শিল্পের এখন একটিই বড় চ্যালেঞ্জ তা হচ্ছে প্রকল্পের চলতি মূলধন। ব্যাংকগুলো এ ক্ষেত্রে এগিয়ে আসলে দেশি ও বিদেশি আরও অনেক অর্ডার পাওয়ার সুযোগ হবে।’

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আল রশিদ শিপিংয়ের কাছে একটি এলসিটি জাহাজ রপ্তানি করা হয়েছিল।

অর্থ বাণিজ্য আন্তর্জাতিক