ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ শপথ নিতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি হবেন গত ১৭ বছরের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া প্রথম সমাজবাদী রাজনীতিক। তার আগে ফ্রান্সের সর্বশেষ সমাজবাদী প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিতেরা।
শপথ নেওয়ার পরপরই ওলাঁদ উড়ে যাবেন জার্মানিতে। বালির্নে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে ইউরোজোন সংক্রান্ত এক জরুরি আলোচনায় অংশ নেবেন তিনি।মঙ্গলবার সন্ধ্যায় বার্লিনে মের্কেলের সঙ্গে যৌথভাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন। এটিই হবে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক সংবাদসম্মেলন।
ওলাঁদ তার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জঁ মার্ক আইরাউলকে মনোনীত করেছেন। জঁ র্মাক সোসালিস্ট পার্লামেন্টারি ব্লকের প্রধান।
প্রেসিডেন্ট হিসেবে ওলাঁদ শপথ নিতে যাচ্ছেন এমন এক সময় যখন ফ্রান্সের রাষ্ট্রীয় ঋণ দেশের মোট জিডিপির ৯০ শতাংশ অতিক্রম করেছে। এছাড়াও দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে নয় হাজার কোটি ইউরোতে। পাশাপাশি দেশটির যুবকদের এক চতুর্থাংশই এখন কর্মহীন।
শপথ গ্রহণের প্রাক্কালে এ সব প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি ওলাদ সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যে শপথ নেবেন বলে জানা গেছে। সোমবার তিনি এ প্রসঙ্গে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার দক্ষতা শপথ গ্রহণের দিন থেকেই যাচাই করা হবে।
ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে যতটা সম্ভব কম আনুষ্ঠানিকতার সঙ্গে সমাপ্তের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে সব প্রথা ভেঙ্গে তিনি মাত্র ৩৬ জন ব্যক্তিগত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি সঙ্গিনী ভালেরি ত্রায়ারভিলে ও তাদের সন্তানরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। তবে রাষ্ট্রীয় নিয়ম মোতাবেক ৩৫০ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শপথ গ্রহণের পর এলিসি প্রাসাদের সামনের রাস্তায় প্রথা অনুযায়ী একটি হুডখোলা গাড়িতে করে বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন ওলাঁদ। পরে পৃথক এক অনুষ্ঠানে উনবিংশ শতাব্দীর প্রখ্যাত ফরাসি শিক্ষা সংস্কারক , ফ্রান্সের উদার ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার জনক জুল ফেরি এবং নোবেল জয়ী প্রখ্যাত কেমিস্ট মারি কুরির উদ্দেশ্যে শ্রদ্ধা প্রকাশ করবেন তিনি।
এছাড়াও শপথ অনুষ্ঠানে ওলাঁদ তার চিফ অব স্টাফের নাম ঘোষণা করবেন। তবে চিফ অব স্টাফ হিসেবে পিয়েরে রেনে লেমাসকেই নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। লেমাস ফ্রান্সের একজন শীর্ষ সরকারি আমলা।