তিন দেশ সফর শেষে দীপু মনি দেশে

তিন দেশ সফর শেষে দীপু মনি দেশে

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভারত, মিশর ও তুর্কমেনিস্তানে ৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। সোমবার সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অবশ্য তিনি আবারো পূর্ব ইউরোপের দেশ লাতভিয়া ও বেলারুশের উদ্দেশ্যে আগামী ১৯ মে ঢাকা ছাড়বেন। ওই দেশ দু’টিতে তিনি দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন। সফর শেষে দেশে ফিরবেন ২৫ মে।

ভারতের সঙ্গে যৌথ কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) বৈঠকে অংশ নিতে গত ৬ মে তিনি নয়াদিল্লি যান। সেখান থেকে ৮ মে রাতে দুবাই হয়ে পরদিন মিশরের শারম আল শেখে পৌঁছান।

শারম আল শেখে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন দীপু মনি।

মিশর থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করে ১০ মে তিনি যান তুর্কমেনিস্তানের আশগাবাদে। সেখানে তিনি ১১ থেকে ১২ মে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শরণার্থী বিষয়ক সম্মেলনে যোগ নেন।

আশগাবাদ থেকে রোববার দুপুরের পর রওনা হয়ে ফের ইস্তাম্বুল ও দুবাই হয়ে তিনি ঢাকা আসেন।

তার এবারের সফরে নয়াদিল্লিতে বৈঠক ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎটি বাংলাদেশ ও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। কারণ, ওই সাক্ষাতে ভারতের সঙ্গে হাসিনা সরকারের এ যাবত হওয়া চুক্তি ও অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে বিশেষ অনুরোধ জানানো হয় মনমোহনকে।

ভারতীয় পক্ষ থেকে অবশ্য ‘সব অঙ্গীকার’ পূরণের আশ্বাস দেন মনমোহন সিং। যদিও দীপু মনির সফরের শেষ দিনে ভারত থেকে প্রকাশিত সংবাদমাধ্যমে বলা হয় তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা কম। তবে মিশরের শারম আল শেখে গিয়ে দীপু মনি বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন, ‘তিস্তা চুক্তি নিয়ে তিনি আশাবাদী।’

এদিকে, ন্যাম সম্মেলনটির চেয়ে ওআইসি’র শরণার্থী বিষয়ক প্রথমবারের মতো আয়োজিত সম্মেলনটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্ব বহন করে। সেখানে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে ইসলামি দেশগুলোকে এর সমাধাসূত্র খোঁজার তাগিদ দেন দীপু মনি।

এছাড়া ওই সম্মেলনের সহ-আয়োজক জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) প্রধান ও হাইকমিশনার আন্তোনিয়ো গুতিয়েসের সঙ্গে বৈঠক করেন দীপু মনি। এসময় রোহিঙ্গাদের দেশে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার ওপর গুরুত্ব দিয়ে দীপু মনি ইউএনএইচসিআরের একটি প্রতিনিধিদল ঢাকা পাঠানোর সুপারিশ করেন। সেই সঙ্গে ইউএনএইচসিআরের ঢাকা অফিসকেও এ কাজে সক্রিয় করার অনুরোধ জানান দীপু মনি।

বাংলাদেশ