জলবায়ু মোকাবেলায় কোটি ডলার সহায়তা চাই : হাছান মাহমুদ

জলবায়ু মোকাবেলায় কোটি ডলার সহায়তা চাই : হাছান মাহমুদ

বাংলাদেশে জলবায়ুর প্রভাব মোকাবেলায় দাতাদের কাছ থেকে এক কোটি মার্কির ডলার অর্থ সহায়তা চাইলেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘রিজিওনাল ইকনমিকস অব ক্লাইমেট চেঞ্জ ইন সাউথ এশিয়া: এডাপ্টেশন অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সহায়তা চান তিনি।

এশীয় উন্নয়ন ব্যাংক ( এডিবি), ইউকে এইড ও বাংলাদেশ সরকার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘বাংলাদেশে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু সেক্টরে যেসব ক্ষতির সম্মুখিন হয়েছে, তা আমাদের নিজেদের সমস্যার কারণে নয়। অন্যান্য উন্নত দেশের পরিবেশ দূষণের শিকার আমরা।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘এখনো জলবায়ুগত যেসব সমস্যা আমাদের সামনে রয়েছে তা মোকাবেলায় এক কোটি ডলার অর্থ সহযোগিতা প্রয়োজন। এডিবি ও অন্যান্য দাতাসংস্থা বাংলাদেশকে এ খাতে সহযোগিতা করতে পারে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতির শিকার হয়েও হার মানেনি। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে অবিরাম কাজ করে যাচ্ছি। সরকার কমিউনিটিভিত্তিক দুর্যোগ মোকাবেলা কেন্দ্র গড়ে তুলেছে।’

তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকার বনায়ন প্রকল্প ইউএনডিপির বেস্ট প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয়েছে। আগামীতে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ( ডিএফআইডি) ডেপুটি হেড ডায়ানা ডালটন, এডিবির পরিবেশসংক্রান্ত টিম লিডার  র্যামন আব্রাকোসা, এডিবির প্রিন্সিপাল অপরেশন্স কো-অর্ডিনেশন স্পেশালিস্ট মাহফুজ আহমেদ, বুয়েটের পানি ও বন্যা নিযন্ত্রণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ