হতাশায় শেষ হলো টাইগারদের ট্রেবল জয়ের স্বপ্ন

হতাশায় শেষ হলো টাইগারদের ট্রেবল জয়ের স্বপ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজেও অতৃপ্তি রয়ে গেলো বাংলাদেশ ক্রিকেটারদের মনে। শেষটা মধুর হলো না বাংলাদেশ ভক্তদের কাছে। টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়ানডে সিরিজে জয়ের পর টি-২০ সিরিজ হারল বাংলাদেশ।

মিরপুরে শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিবরা। এই হারে ২০০৯ সালের পর আবার ট্রেবল জয়ের সামনে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু ক্যারিবিয় দ্বিপপুঞ্জের মতো এবারও হতাশার শেষ হলো ট্রেবল জয়ের স্বপ্ন।

উইন্ডিজ ওপেনার শাই হোপ যেভাবে মিরপুরে শীতকালীন তুষার ঝড় শুরু করেন শুরুতে চুপসে যায় বাংলাদেশ। তারা আট ওভারের মধ্যে তুলে ফেলে একশ’ রান। তবে মাহমুদুল্লাহ-সাকিব এবং মুস্তাফিজ মিলে টেনে ধরেন তাদের লাগাম। চার বল হাতে থাকতে ১৯০ রানে অলআউট করে দেন তাদের। নাগালের মধ্যে লক্ষ্যও পেয়ে যায় বাংলাদেশ।

কিন্তু শুরুতে তামিমের রান আউটে ধাক্কা খাই বাংলাদেশ। পরে লিটনের ব্যাটে আশা দেখতে শুরু করে। কিন্তু চতুর্থ ওভারের ‘নো’ বল যেন উৎসবের পরিবেশে আঘাত করে। এরপর হুড়মুড়িয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১৪০ রানেই শেষ হয় পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশের বছরের শেষ ইনিংসটা। বাংলাদেশের হয়ে এ ম্যাচে সর্বোচ্চ ৪৩ রান করেন লিটন।পরে আবু হায়দার করেন ২২ রান। এছাড়া মেহেদি মিরাজ ১৯ ও মাহমুদুল্লাহ ১১ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ ম্যাচে ম্যাচ সেরা এভিন লুইস ৩৬ বলে ৮৯ রান করেন। এছাড়া নিকোলাস পরান ২৯, শাই হোপ ২৩ এবং রোভম্যান পাওয়েল ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন সাকিব, মাহমুদুল্লাহ এবং মুস্তাফিজ। উইন্ডিজের হয়ে কেমো পল ১৫ রানে ৫ উইকেট নেন। এছাড়া ফ্যাবিয়ান অ্যালেন নেন দুটি উইকেট।

বাংলাদেশ বছরটা শুরু করেছিল ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠা দিয়ে। এরপর নিদাহাস ট্রফির ফাইনালে খেলেছে। এশিয়া কাপের ফাইনাল খেলা। মধ্যে উইন্ডিজের মাটিতে ওয়ানডে-টি-২০ সিরিজ জেতা। ঘরের মাঠে জিম্বাবুয়েকে ওয়ানডে ফরম্যাটে সিরিজ হারানো। এরপর বছরের শেষটায় এসে ক্যারিবিয়দের টেস্টে ধবলধোলাই, ওয়ানডে সিরিজ হারানো। মিরপুরে ১-১ এ সমতায় থাকা বছরের শেষ ম্যাচটা হেরে তাই টি-২০ সিরিজটা হারার খেদ থাকলো সাকিবদের।

Featured খেলাধূলা শীর্ষ খবর