বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ইব্রাহীম আটক

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ইব্রাহীম আটক

বগুড়ায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইব্রাহীমকে পিস্তলসহ আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার মধ্যরাতে বগুড়া শহরের রেলওয়ে এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার দুপুর পৌনে ১২টায় র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী মোবাইল ফোনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক ইব্রাহীমকে নিয়ে অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন তথ্য সংগ্রহে অভিযান চলছে। অভিযান শেষ হলে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

ইব্রাহীমকে শহর স্বেচ্ছাসেবলীগের সভাপতি পদ থেকে সরানো হলেও তিনি এখনও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব।

উল্লেখ্য, এর আগে ইব্রাহীমের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সেবন ও মারপিটসহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেফতারের দাবিতে বহুবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

বাংলাদেশ