‘৩০ ডিসেম্বর জাতি ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করবে’

‘৩০ ডিসেম্বর জাতি ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করবে’

৩০ ডিসেম্বর জাতি ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রবিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আশা প্রকাশ করেন তিনি।

নানক বলেন, যেমনি ৭০ এর নির্বাচনে পাকিস্তানী শক্তিকে পরাজিত করেছিল, তেমনিভাবে এবারের ৩০ ডিসেম্বরে এই ঐতিহাসিক নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে পরাজিত করবেই করবে।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্বত রাখার মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ ছাড়া শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার।

রাজনীতি