‘শহীদ জননীর আন্দোলনের বিজয়ের প্রথম ধাপ’

‘শহীদ জননীর আন্দোলনের বিজয়ের প্রথম ধাপ’

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আযমের বিচার শুরু শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের বিজয়ের প্রথম ধাপ বলে মনে করছে ঘাতক-দালাল নির্মূল কমিটি।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এই প্রতিক্রিয়া জানান নির্মূল কমিটির বর্তমান সভাপতি শাহরিয়ার কবির।

দেরিতে হলেও গোলাম আযমের ‘যুদ্ধাপরাধের’ বিচার শুরুতে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি দ্রুত এই বিচার শেষ করার দাবিও এসেছে।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দাবিতে জাহানারা ইমামের নেতৃত্বে দুই দশক আগে গড়ে ওঠে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, যে কমিটি যুদ্ধাপরাধের বিচারের জোরালো দাবি তোলে এবং তাতে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি শ্রেণী-পেশার মানুষও অংশ নেয়।

শাহরিয়ার কবির বলেন, “এর মাধ্যমে শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের প্রথম ধাপের বিজয় অর্জিত হল। তবে আমাদের এখনো অনেক ধাপ পেরোতে হবে। আমরা এখন ট্রাইব্যুনালের রায় কার্যকরের জন্য অপেক্ষার প্রহর গুনছি।”

“এটা অনেক প্রতীক্ষিত একটা বিষয়। আমরা এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এই অপেক্ষার প্রহর একদিন শেষ হবে এটাই প্রত্যাশা,” বলেন তিনি।

গোলাম আযমের বিচার শুরুর প্রতিক্রিয়ায় সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা কে এম সফিউল্লাহ বলেন, “এটা খুবই এনকারেজিং যে বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ সরকারের মেয়াদের মধ্যেই যেন রায় হয়ে তা কার্যকর হয়, আমরা সেটাই প্রত্যাশা করি।”

“যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত জাতির দায়মুক্তি হবে না” এমন মন্তব্য করে তিনি আরো বলেন, “জনগণই চায় এ হত্যার বিচার হতেই হবে এবং তা এ সরকারের মেয়াদেই।”

যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগ এনেছে।

বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, “উত্থাপিত অভিযোগ শোনার পর এই অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে এখন বিচার শুরু করার নির্দেশ দিচ্ছি।”

বিচার শুরুর প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “যুদ্ধাপরাধের মূল হোতা গোলাম আযম; এর প্রমাণের অপেক্ষা রাখে না। এদের বিচারের জন্য বহুদিন অপেক্ষা করেছি আমরা। প্রক্রিয়া শুরু হয়েছে এখন। দ্রুততার সঙ্গে তা শেষ করতে হবে।”

যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিও।

দলটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “এখন দ্রুত বিচার শেষ করে রায় দ্রুত কার্যকর করা উচিত।”

রাজনীতি