আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রয়োজনে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন পদ্মাসেতু নির্মাণ নিয়ে চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল। কিন্তু কোনো দুর্নীতি পায়নি তারা। আমরা নিজদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি। আমরা আবার ক্ষতায় এলে যদি প্রয়োজন হয় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করবো। তবে আগে ওইটা (বর্তমান পদ্মাসেতু) নির্মাণ করতে হবে। এরপর দ্বিতীয়টা নির্মাণ করা হবে। এ জন্য নৌকায় ভোট দিয়ে আমাদের আবার ক্ষমতায় আনতে হবে।
এসময় তিনি রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনে জিল্লুর হাকিমকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, এদের নির্বাচিত করুন।