আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় গণভবন থেকে সড়কপথে রওয়ানা দেন তিনি। এসময় শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যোগ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়ক রিয়াজ আহমেদ ও ফেরদৌস।
এ সময় রিয়াজ বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় থাকার উদ্দেশ্যেই আমরা রওয়ানা হয়েছি। তবে আমাদের মূল উদ্দেশ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করা। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবো। এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক ভালোলাগার বিষয়। অবশ্যই গর্বেরও বিষয়।’
চিত্রনায়ক ফেরদৌস বলেন,‘ আজ এবং আগামীকাল দিনব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচনী প্রচারণায় তারই সঙ্গে থাকবো। তারসঙ্গে বিভিন্ন ধরনের মিটিং, পথসভা’য় অংশগ্রহণ করবো। তবে সবার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবো। তার মাজার জিয়ারতের পরপরই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবো। আর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে তিনি তার নির্বাচনী প্রচারণায় আমাদেরকে সঙ্গে রেখেছেন।’
এর আগে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতি সংঘের ৭২’তম অধিবেশন সফর সঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।