অনুমোদন ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালালে সর্বোচ্চ সাত বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে সমবায় সমিতি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
ডেস্টিনিসহ কয়েকটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির (এমএলএম) বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগের মধ্যেই সোমবার মন্ত্রিসভা এই অনুমেদন দিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এই বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর আইনের খসড়াটি পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে।