নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের ১৫ আরোহী নিহত

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের ১৫ আরোহী নিহত

নেপালের উত্তরাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে সোমবার বিধ্বস্ত প্লেনের ২১ আরোহীর মধ্যে ১৫ জন নিহত হয়েছে এবং ছয়জন যাত্রী বেঁচে গেছে বলে জানিয়েছে পুলিশ।

তীর্থযাত্রীদের বহনকারী প্লেনটিতে আরোহীদের মধ্যে- ১০ জন ভারতীয়, দু’জন আমেরিকান, একজন জাপানি এবং তিনজন স্থানীয় যাত্রী ছিলেন।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্লেনের তিন নেপালি ক্রু নিহত হয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ১০ কিলোমিটার দূরে গোদাবাড়ি এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। প্রবল বৃষ্টি এবং কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, প্লেনের ২১ আরোহীর মধ্যে  ১৮ জন যাত্রী আর বাকি ৩ জন ক্রু। দুর্ঘটনা স্থানটি দ‍ুর্গম। যোগাযোগের স্বাভাবিক ব্যবস্থা নেই বলে জানান বিনোদ সিং নামে এক পুলিশ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা বিনোদ সিং বলেন, অগ্নি এয়ারলাইন্সের ওই প্লেনটি জরুরি অবতরণের সময় অন্নপূর্ণা পর্বতের কাছাকাছি জমসমের একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্লেনটি ভেঙ্গে টুকরো টুকরো হলেও এতে আগুন ধরেনি।

আন্তর্জাতিক