মন্ত্রিসভার শেষ বৈঠক ৩ ডিসেম্বর

মন্ত্রিসভার শেষ বৈঠক ৩ ডিসেম্বর

বর্তমান সরকারের (১০ম সরকার) মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর।

আজ সোমবার (২৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ৩ ডিসেম্বরের পর মন্ত্রিসভার আর বৈঠক হবে না। তবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বর্তমান সরকারই কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রী অনির্ধারিত আলোচনায় বলেছেন, এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, তরুণ ভোটার মানে যুবসমাজকে আকৃষ্ট করে, এমন বিষয় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে রাখতে হবে। এ বিষয়গুলোকে মাথায় রেখে যারা মনোনয়ন পেয়েছেন তারা মাঠে যান এবং কাজ করেন। আপনারা জনগণেকে আকৃষ্ট করার চেষ্টা করেন।

নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জয়ী দল একাদশ জাতীয় সংসদের সরকার গঠন করবে।

বাংলাদেশ