মেক্সিকোতে মস্তকবিহীন ৪৯টি লাশ উদ্ধার

মেক্সিকোতে মস্তকবিহীন ৪৯টি লাশ উদ্ধার

মেক্সিকোর উত্তরাঞ্চলে মনটেরি শহরের কাছে রাস্তার পাশে ৪৯টি মৃতদেহ পাওয়া গেছে বলে রোববার কর্তৃপক্ষ জানিয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, মৃতদেহগুলোর মধ্যে ৪৩ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছে। এগুলোর মাথা এবং হাত কেটে ফেলার কারণে পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছে বলে কর্মকর্তারা জানান।

ড্রাগ প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জেটাস কার্টাল নামের একটি দল মৃতদেহগুলোর পাশে তাদের নামে একটি নোট রোখে গেছে। ফলে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মেক্সিকোর উত্তরাঞ্চলে ধারাবাহিক গণহত্যার মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ।

জেটাস যুক্তরাষ্ট্রে ওষুধ চোরাচালান নিয়ন্ত্রণের জন্য উপসাগর এবং সিনালোয়ায় ব্যাপক চেষ্টা চালিয়ে আসছে।

স্থানীয় সময় চারটায় লাশগুলো পাওয়া যায় যুক্তরাষ্ট্রের সিমান্তবর্তী মনটেরি থেকে রিনোসা যাওয়ার পথে ক্যাডারিয়েটা পৌর এলাকার রাস্তার পাশে।

নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, দুইদিন আগেই তাদের অন্য কোনো এলাকা থেকে হত্যা করে ট্রাকে করে এনে ফেলে রাখা হয়েছে।

এ ব্যাপারে নুয়েভো লিওন রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা জর্জ ডোমেনি বলেন, ঘটনা দেখে মনে হচ্ছে এটি কোনো বেসামরিক মানুষের মধ্যে সংর্ঘষ নয়। অপরাধ কর্মকাণ্ডে জড়িত দলগুলোর মধ্যে একটি সংর্ঘষ।

রাজ্য প্রসিকিউটর আদ্রিয়ান দে লা গার্জা বলেন, মাথা এবং হাত কাটা থাকার কারণে মৃতদেহগুলো চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। তবে তিনি ধারণা করছেন মৃতদেহগুলো কেন্দ্রীয় আমেরিকার অভিবাসীদের।

আন্তর্জাতিক