‘বিভাজন’ না রাখার আহ্বান ফারুকের

‘বিভাজন’ না রাখার আহ্বান ফারুকের

আগামী ৩০ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফির পরিচালিত রাজনৈতিক থ্রিলার ছবি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়ার এ ছবিতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা, মম, শিমুল খান, রিপা, হারুন রশিদ প্রমুখ।

বৃহস্পতিবার ‘দহন’ ছবির ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয় এফডিসিতে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসতে না পারায় একটি ভিডিও বার্তা পাঠান চিত্রনায়ক ফারুক, তাতে তিনি বলেন, আমি দেখেছি চলচ্চিত্রে এখন বিভাজন। এই বিভাজন রেখো না। আমার জীবদ্দশায় বহুবার এই ইন্ডাস্ট্রিতে ঝগড়া দেখেছি। আমার সিনিয়র আতা ভাই, কাজী ভাই অনেকে ছিলেন। এক্সিবিউটরদের সঙ্গে ঝগড়া লাগতো। সেগুলো বসে আবার তারাই ঠিক করতেন।

আবদুল আজিজকে উদ্দেশ্য করে মিয়া ভাই খ্যাত এ প্রবীণ অভিনেতা আরও বলেন, ভাই তুমি চার-পাঁচটা ছবি শুরু করো সবাইকে নিয়ে। দেখবে ইন্ডাস্ট্রির অনেক উপকারে আসবে। ডানে বামে উপরে নিচে কে কি বলল এতো কথা শোনার দরকার নেই। চলচ্চিত্র হচ্ছে একটা ফুলের মালা, এই মালার মধ্যে আমরা সবাই থাকবো। তারই নাম হবে বাংলাদেশ চলচ্চিত্র।

বিনোদন