চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি

এশিয়ার বৃহৎ তিন অর্থনৈতিক শক্তি চীন, দর্ক্ষিণ কোরিয়া ও জাপান নিজেদের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। চলতি বছরেই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে তিন দেশের নেতারা একটি ত্রি-পক্ষীয় বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর করেন।

উল্লেখ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বাণিজ্য সহযোগী দেশ হচ্ছে চীন।

প্রসঙ্গত বিভিন্ন দেশের মধ্যে হওয়া মুক্তবাণিজ্য চুক্তির মধ্যে এই চুক্তিটিই সবচেয়ে বেশি সমঝোতা এবং বাণিজ্য বাধার সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, এই চুক্তিটির ফলে আমাদের অঞ্চলে অবাধ বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে এবং পূর্ব এশিয়ার অর্থনৈতিক সমন্বয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, এই চুক্তির ফলে দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উন্নয়ন ঘটবে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বলেন, বিশ্ব অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে এশিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ধরে রাখার জন্য অর্থনৈতিকে সহযোগিতা খুবই জরুরি।

চীন সরকারের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ১৯৯৯ সালে ত্রি-দেশীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৩ হাজার কোটি ডলার। ২০১১ সালে এর পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ হাজার কোটি ডলার।

আন্তর্জাতিক