আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার কোথাও এমন কোনো অবস্থা সৃষ্টি করে রাখেনি, যেখানকার পরিবেশ নির্বাচনের জন্য হুমকি। বরং বিএনপি তাদের অফিসের সামনে যে পরিবেশ সৃষ্টি করেছে তা সারা দেশে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র। তারা নির্বাচন বালচাল করার জন্য এ কাজ করেছে।
শুক্রবার সকালে আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির অভ্যাস হচ্ছে নিজেদের দোষ অন্যের ঘাড়ে দেওয়া। আপনারা দেখেছেন হেলমেট পরা বিএনপির সন্ত্রাসীরা পুলিশের গাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে। এর আগে বিএনপি ২০১৪ ও ২০১৫ সালে আগুন সন্ত্রাস করেছিল। এগুলোতে বিএনপি পারদর্শী। এখন আমাদের ঘাড়ে দোষ দিতে চাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, আবুল কাশেম ভূইয়া, মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমুখ।