যুব দলের সঙ্গে মুশফিকুর রহিম

যুব দলের সঙ্গে মুশফিকুর রহিম

এ বছর আগস্টে হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। তারও আগে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় যুব এশিয়া কাপেও খেলতে যাবে বাংলাদেশ দল। এই বড় দুটি টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে যুব দল। ক্রিকেটারদেরকে মাঠের অনুশীলন ছাড়াও আনুসঙ্গীক শিক্ষায় প্রশিক্ষিত করে তুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার অনূর্ধ্ব-১৯ দলের ক্লাসে এসেছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তার কাছ থেকে মাঠ ও মাঠের বাইরের অনেক বিষয়ে জেনেছেন যুব দলের ক্রিকেটাররা। মুশফিকুরও সুন্দর করে অনুজদের সব বুঝিয়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুরের। সেখানে কি ভাবে খেলতে হবে তা জানতে চেয়েছিলেন তরুণ ক্রিকেটাররা। মুশফিকুর তার অভিজ্ঞতাটুকু তুলে ধরেছেন। এছাড়া বড় দলের বিপক্ষে খেলার কৌশল, দলের ভেতরের সম্পর্ক এবং সংবাদমাধ্যমকে কিভাবে মোকাবেলা করতে হয় তাও জেনেছেন তারা।

খেলাধূলা