হারের বৃত্তে আটকে গেছে পুনে ওয়ারিয়র্স। জয়ের রাস্তায় ফিরতে নিয়মিত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে স্টিভেন স্মিথকে দায়িত্ব দিয়েও ভাগ্যের বদল হয়নি। রোববার ফের দলের নেতৃত্ব দেন সৌরভ। তারপরও রাজস্থান রয়্যালসের কাছে ২৫ রানে হেরেছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা দলটি।
রাজস্থান রয়্যালস ইনিংস: ১৭০/৪ (ওভার ২০)
পুনে ওয়ারিয়র্স ইনিংস: ১২৫/৯ (ওভার ২০)
ফল: রাজস্থান ৪৫ রানে জয়ী
জয়পুর স্বামী মানসিং স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রাহুল দ্রাবিড়। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৭০ রান করে রাজস্থান। আজিঙ্ক্য রাহানে ৬১ ও শেন ওয়াটসন ৫৮ রান করেন। ২৩ রান খরচায় তিনটি উইকেট নেন আশিষ নেহরা।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের বোলিং তোপে নাকাল হয়েছে পুনে। একাই চার উইকেট নিয়ে পুনের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন স্পিনার অজিত চান্দিলা। সৌরভ গাঙ্গুলী (২), জেসি রাইডার (১) ও রবিন উথাপ্পাকে (৬) আউট করে হ্যাট্রিক পূর্ণ করেন চান্দিলা। তার চতুর্থ শিকার হন আনাসতুপ মজুমদার (৯)।
চান্দিলার মারাত্মক বোলিংয়ে জয়ের পথ থেকে ছিটকে পড়ো পুনে। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করতে পারেন তারা। সবচেয়ে বেশি ৩৭ রান করেন স্টিভেন স্মিথ।