রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার আগামী রোববার লেনদেন স্থগিত থাকার পর সোমবার আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে। কোম্পানি ৪টি হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ঢাকা ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলারস এবং অগ্নি সিস্টেম লি.।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর শেয়ার গত ৫ মে থেকে ১০ মে পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/ওড লটে লেনদেন চলে। এ জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট ছিল ১৩ মে।
বিজিআইসি: বিজিআইসি কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়।
বিজিআইসি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন বেলা ১১টায় লেডিস ক্লাব, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে বিজিআইসি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮১ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২১ দশমিক ২৬ টাকা।
ঢাকা ইন্স্যুরেন্স: ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৩২ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৮ টাকা।
মুন্নু স্টাফলারস: মুন্নু স্টাফলারস কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন বেলা সাড়ে ১০টায় গিলোনদো, মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে।
২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে মুন্নু স্টাফলারস কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ১০ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬৮ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা।
অগ্নি সিস্টেম: অগ্নি সিস্টেম লিমিটেডও দু’টি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের একটি রাইট শেয়ার দেবে। দশ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে ১০ টাকা প্রিমিয়াম নেওয়া হচ্ছে।
আইটি খাতের এই প্রতিষ্ঠানটি ১ কোটি ২ লাখ ৫৮ হাজার ৮শ’ ৫০টি সাধারণ শেয়ারের বিপরীতে ২ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা সংগ্রহ করবে।