হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতাদের আগামী ১৬ মে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরের পর বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের তৃতীয় বেঞ্চ (একক বেঞ্চ) তেজগাঁও থানার মামলায় এ নির্দেশ দেন।
এর আগে বিএনপি নেতাদের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, সকাল পৌনে ১১টায় ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানির সময় নির্ধারণের আবেদন জানান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুপুর আড়াইটায় সময় নির্ধারণ করেন।
রোববার বেলা ১১টার আগে বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতারা হাইকোর্ট চত্বরে আসেন। বিএনপি নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, হান্নান শাহ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে তৃতীয় বেঞ্চ (একক বেঞ্চ) গঠন করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
এদিকে, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার সকালে চার্জশিট দাখিল করা হয়। একইসঙ্গে তাদের গ্রেফতারের আবেদন করে গোয়েন্দা পুলিশ।
তবে গত ৯ মে হাইকোর্ট জানান, হরতালে গাড়ি পোড়ানোর ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় অভিযুক্ত বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিনের বিষয়টি তৃতীয় বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নিরাপদ।
গত ২৯ এপ্রিলের হরতালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা পৃথক দু’টি মামলায় গত ৭ মে হাইকোর্টে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিনের আবেদন জানান ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ বিভক্ত রায় দেন। উভয় মামলায় পৃথক শুনানি নিয়ে দেওয়া রায়ে কনিষ্ঠ বিচারপতি সাত দিনের মধ্যে অভিযুক্তদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে এই সাত দিনের মধ্যে অভিযুক্ত নেতাদের গ্রেফতার বা কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দেন আদালত।
অপরদিকে জ্যেষ্ঠ বিচারপতি চার্জশিট না হওয়া পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন।