সাঈদী ট্রাইব্যুনালে, সাক্ষ্য গ্রহণ শুরু

সাঈদী ট্রাইব্যুনালে, সাক্ষ্য গ্রহণ শুরু

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া জামায়‍াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সকাল ১০টা ৩৫ মিনিটে চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সভাপতিত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণ শুরু করেন।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে সাঈদীকে কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তিন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে দু’জন হলেন- মাহবুবুল আলম ও মিজানুর রহমান তালুকদার। অপর সাক্ষীর নাম এখনও জানা যায়নি।

গত ২০ নভেম্বর সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন এ মামলার সাক্ষ্যগ্রহণের বিষয়ে সূচনা বক্তব্যের আংশিক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বাকি অংশ উপস্থাপন করা হয় পরদিন। ওইদিন ট্রাইব্যুনাল আজ ৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পর এই সাক্ষ্য গ্রহণ শুরু হলো।

বাংলাদেশ শীর্ষ খবর