পদ্মাসেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি বলে আবারও দাবি করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার অর্থ মন্ত্রণালয়ে সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনাকালে তিনি এ দাবি করেন।
পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগকে ‘অদ্ভুত দুর্নীতির সন্দেহ’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে এ অভিযোগের কারণে এক-দেড় বছর সময় নষ্ট হয়েছে। আর নষ্ট করার মতো সময় নেই।’
তিনি বলেন, ‘আগামী জুলাইয়ের মধ্যে পদ্মাসেতুতে অর্থায়ন চূড়ান্ত করা হবে। আশা করছি দাতারা আমাদের সঙ্গে থাকবেন। অন্যথায় বিকল্প উদ্যোগ নেওয়া হবে।’
যে কোনোভাবে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করতে প্রয়োজনে আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে।’
পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগে অর্থমন্ত্রী বলেন, ‘গত বছর এপ্রিলে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে পরামর্শক নিয়োগে দুর্নীতির ইঙ্গিত দিয়ে পরবর্তীতে নির্মাণ কাজে দুর্নীতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল। বিশ্বব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত অক্টোবরে তদন্ত করেছে, কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে বিশ্বব্যাংকও এ ব্যাপারে আর কিছু বলেনি।’
তিনি বলেন, ‘অভিযুক্ত কানাডীয় প্রতিষ্ঠানের (এসএনসি লাভালিন) ব্যাপারে কালো তালিকাভুক্ত করতে আমরা আগেই বিশ্ব ব্যাংককে জানিয়েছিলাম। কিন্তু তারা তখন এটি শুনেনি। পরে তারা এ কোম্পানির বিষয়ে অভিযোগ করেছে।’