সরকারি ছুটি শুরুর আগেই ঢাকা ছাড়ছেন নগরবাসী

সরকারি ছুটি শুরুর আগেই ঢাকা ছাড়ছেন নগরবাসী

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী। এখনো সরকারি ছুটি শুরু না হলেও রেলস্টেশনে চোখে পড়ার মত ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীরা বলছেন, ঝামেলা এড়াতে একটু আগে ঢাকা ছাড়ছেন তারা। এদিকে, বাস যাত্রায় চাপ না থাকলেও ভিড় দেখা গেছে লঞ্চে।

কড়া নাড়ছে ঈদ এবার বাড়ি ফেরার পালা। কাগজে কলমে ছুটির হিসেব খোলা না হলেও শুক্রবার থেকেই শুরু হয়েছে ঈদ যাত্রা। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘর মুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাড়তি চাপ আর ঝক্কি ঝামেলা এড়াতে যারাই সুযোগ পেয়েছেন ছুটছেন বাড়ির পানে। আগাম টিকিট হাত থাকায় যাত্রীরা ছিলেন অনেকটাই নিশ্চিন্ত। মূলত সড়ক পথের যানজট এড়াতেই রেলপথ বেছে নেন যাত্রীরা।

সকাল থেকেই সবক’টি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে। কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী মুজিবুল হক জানালেন এবারো ঈদ যাত্রায় স্বস্তি থাকবে রেলে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য যাত্রীদের সেবা দেয়া। আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সদরঘাটে বাড়তে থাকে বাড়ি ফেরা মানুষের চাপ। বরিশালসহ দক্ষিণাঞ্চলে যাওয়ার এই নৌপথে স্বস্তির কথা জানান যাত্রীরা।

তবে সড়ক পথে খুব বেশি ভিড় না থাকলেও ছিলো অতিরিক্ত যাত্রীচাপ। শুরুর দিন বলেই কিনা ছিলোনা তেমন অভিযোগ। তবে বাড়ি ফেরার পথে শঙ্কা ছিলো যানজটের।

Featured বাংলাদেশ শীর্ষ খবর