খাল উদ্ধারে কারো সঙ্গে প্রেম নাই: নৌমন্ত্রী

খাল উদ্ধারে কারো সঙ্গে প্রেম নাই: নৌমন্ত্রী

নৌমন্ত্রী শাহাজান খান বলেছেন, ‘দখলদারদের হাত থেকে খাল উদ্ধারে কারো সঙ্গে প্রেম-প্রীতি দেখানো হবে না। এর আগে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হয় নি। আগামীতেও ছাড় দেওয়া হবে না।’

মন্ত্রীকে দুয়ারিপাড়া খালের উপর থাকা একটি বহুতল ভবন দেখিয়ে অবৈধ উচ্ছেদে শুধু গরীবদের উচ্ছেদ করা হয় কেন জানতে চান সাংবাদিকরা। জবাবে মন্ত্রী আরো বলেন, ‘আমরা এর আগে আমরা অনেক বহুতল ভবন পুরোপুরি কিংবা আংশিক ভেঙ্গে ফেলেছি।

বৃহস্পতিবার রাজধানীর রূপনগর থানার দুয়ারিপাড়া খালের উদ্ধারকৃত অংশ পরিদর্শন শেষে ঝিলপাড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহাজান খান এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা অবৈধভাবে দখলকৃত ঢাকার খাল উদ্ধারে দৃঢ় পদক্ষেপ নিয়েছে।  ইতিমধ্যে ২৬টি খাল উদ্ধার করেছি। যার মধ্যে আটটি খালের খনন কাজ পুরোপুরি শেষ হয়েছে। এ উদ্ধার কাজ অব্যাহত থাকবে। উদ্ধারকৃত খাল গুলো যাতে পুন:দখল না হয় সেজন্য আমরা মাঝে এসে এগুলো দেখে যাব।’

পরিদর্শনকালে শাহাজান খান দুয়ারিপাড়া ঝিলপাড় ভোলাইয়া বস্তির পাশের দুয়ারিপাড়া খালের অংশ এবং ইর্স্টান হাউজিং এর পাশের অংশ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ শাহিদা তারেক দীপ্তি, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিস এ খান, ডিসিসি উত্তরের আঞ্চলিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ