সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের জয়

সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের জয়

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আইরিশদের দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক সৌম্য সরকারের ৪১ বলে ৫৭ রানের ইনিংসে ১২ বল হাতে থাকতেই ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে লাল-সবুজরা।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের মধ্যে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন সিমি সিং।

বাংলাদেশের শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম আর মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন নাঈম হাসান আর আফিফ হোসেন।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার জাকির হাসানকে হারিয়ে বসে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্তকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন সৌম্য সরকার। ২৩ বলে ৭ বাউন্ডারিতে ৩৮ রানের ঝড় তুলে শান্ত ফিরলে ভাঙে এই জুটিটি।

এর পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৪৬ রানের আরেকটি জুটি গড়েন সৌম্য। মিঠুন ৮ করে ফেরার পর সৌম্যও অল্প ব্যবধানে সাজঘরের পথ ধরেন। ৪১ বলে ৫৭ রানের ইনিংসে ৫টি চার আর ৩টি ছক্কা হাঁকান টাইগার ওপেনার। এর পর আল আমিনও (৫) রান আউটের কবলে পড়লে কিছুটা বিপদে পড়ে গিয়েছিল সফরকারীরা।

দলকে সেই বিপদ থেকে উদ্ধার করেন আফিফ হোসেন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

খেলাধূলা