গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন

গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন

মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আগামী ৫ জুন তার বিরুদ্ধে তার ‘ওপেনিং স্টেটমেন্ট’ দেওয়ার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।
রাষ্ট্রপক্ষের দেওয়া ৬২টি অভিযোগের মধ্যে ৫টির ভিত্তিতে এ অভিযোগ গঠন করা হয়েছে।

সকাল ১০টা ৩৫ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।

বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমের উপস্থিতিতে রোববার এ আদেশ দেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনাল শুরু হলে আদেশ পড়ে শোনানো হয়।

এদিকে, রোববার সকাল সাড়ে ১০টায় গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।

বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন ৬২টি অপরাধের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হানাদার বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে চক্রান্ত করার ছয়টি, তাদের সঙ্গে পরিকল্পনার তিনটি, উস্কানি দেওয়ার ২৮টি, তাদের সঙ্গে সম্পৃক্ততার ২৪টি এবং ব্যক্তিগতভাবে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধে দীর্ঘ ৪০ বছর পর ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু কারাগারে পাঠানোর পর চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বাংলাদেশ