প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে ভয়ংকর আর রুদ্ধশ্বাস এক অভিযানে থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার দুই সপ্তাহ পর ৪ ক্ষুদে ফুটবলারকে রবিবার জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে শুরু হওয়া এই উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।
আবহাওয়ার উপর নির্ভর করে ১০ থেকে ২০ ঘন্টা পরে আবারও অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের প্রধান নারোংসাক অসোট্টানাকর্ন।
গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।
টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া চার কিশোরকে উন্নত চিকিৎসার জন্য কাছের নগরী চিয়াং থেইর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের প্রধান নারোংসাক অসোট্টানাকর্ন বলেন, স্থানীয় সময় বিকাল ০৫:৪০ মিনিটে (জিএমটি ১০:৪০) প্রথম কিশোরকে বের করে আনা হয়।
মোট ৯০ জন ডুবুরি এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলেও জানান তিনি। তাদের মধ্যে ৫০ জন বিদেশি এবং ৪০ জন থাইল্যান্ডের।