আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরগাছার মতো কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে লাভ নেই। যারা জামায়াত শিবির পরিচয় গোপন করে সাধারণ নাগরিকের ব্যানারে দেশকে অস্থিতিশীল করতে চায় ও তাদের সহযোগী হিসেবে যারা দাঁড়ায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে।
তিনি আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ মানববন্ধন করা হয়।
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, ‘কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। সারাবিশ্বের নেতৃবৃন্দ যখন শেখ হাসিনার প্রশংসা করে, এই অবস্থায় একটি পক্ষ দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। ২০১৩-১৫ সালে তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি রংপুরের নির্বাচনের পর দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালিয়েছে। সবশেষ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরেও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে এখন কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উল্লেখ করেন বলেন, ‘তবে দেশকে অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা দেখেছি, সাধারণ নাগরিক ও উদ্বিগ্ন অভিভাবকের ব্যানারে কিছু চিহ্নিত লোক প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছে। আমার প্রশ্ন— যখন দেশে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেননি কেন?’
তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘বিএনপি যখন তাদের গঠনতন্ত্র পরিবর্তন করে সপ্তম ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলে পুনর্বাসনের জায়গা করে দেয়, তখন কিন্তু আপনারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেননি। আপনারা আসলে দেশে আগুন জ্বালাতে চান! যারা আগুন জ্বালাতে চাচ্ছে, তাদেরকে দিয়াশলাই দিয়ে সাহায্য করতে চান।’