নতুন করে আন্দোলন দানা বাঁধার প্রেক্ষাপটে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য রাখা হয়েছে মোট সাতজন সরকারি কর্মকর্তাকে।
আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মমিনুল হক।
তিনি বলেন, জনপ্রশাসন, অর্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, লেজেসলেটিভ বিভাগ, পিএসসি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদের কমিটির সদস্য করা হয়েছে।