স্টুয়ার্ট ল ক্রিকেট পরিচালনা বিভাগকে পরামর্শ দিয়েছিলেন অর্ন্তবর্তী কোচ হিসেবে বোলিং কোচ শেন জার্গেনসেনকে দায়িত্ব দিতে। ক্রিকেট পরিচালনা বিভাগও জার্গেনসনের ওপরই আস্থা রাখছে। প্রধান কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত এই অস্ট্রেলিয়ানই জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
শনিবার ক্রিকেট পরিচালনা বিভাগের সভায় নেওয়া সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে অনুমোদনের জন্য। জাতীয় দলের সবগুলো বিদেশ সফরের পক্ষে একমত হয়েছে ক্রিকেট পরিচালনা কমিটি। বোর্ডের অনুমোদন পেলে ২০ জুন থেকে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ।
পরের মাসে আয়ারল্যান্ড সফরের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আগস্টে আইসিরিশদের সঙ্গে তিন ম্যাচ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হবে বলে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন। এছাড়া স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডের বিপক্ষেও একটি করে ওয়ানডে ম্যাচ খেলবে বংলাদেশ। আগস্ট-সেপ্টেম্বরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে বিসিবি একাদশের সফরের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কাতে নিজেদের খরচায় অতিরিক্ত দুটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি জাতীয় দলের কোনো আন্তর্জাতিক খেলা না থাকলেও প্রশিক্ষণ ক্যাম্প চলবে। সভায় সিদ্ধান্ত হয় ২০ মে থেকে ২৭ জন ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ক্যাম্প চালাবেন জার্গেনসেন। পরবর্তীতে খেলোয়াড় সংখ্যা কমিয়ে এনে জিম্বাবুয়ের জন্য তৈরি হবে দল। প্রথমবারের মতো জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প হবে খুলনায়। জুনের প্রথম সপ্তাহে শেখ আবু নাসের স্টেডিয়ামে তাবু ফেলার পরিকল্পনা আছে জাতীয় দলের।
জতীয় দলের স্থানীয় কোচিং স্টাফদের জন্য সুখবর আছে। ক্রিকেট পরিচালনা বিভাগ একমত হয়েছে বিদেশিদের মতো স্থানীয় কোচিং স্টাফরাও উইনিং বোনাস পাবেন। সবগুলো সিদ্ধান্ত বোর্ডের অনুমোদনের জন্য দেওয়া হবে।