বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার: কাদের

বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে দলীয় কোনো নেতা বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই তাকে বহিষ্কার করা হবে।

আজ শনিবার গণভবনে তৃণমূল আওয়ামী লীগের সভায় ওবায়দুল কাদের এ হুশিয়ারি উচ্চারণ করেন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সেতুমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, ‘নমিনেশন পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু নিজের লোকের বিরুদ্ধে নিজেরা বিষেদগার করবেন, সেই প্র্যাক্টিস এবার সহ্য করা হবে না। বিদ্রোহ করলেই বহিষ্কার করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় আরো বলেন, জনমতে যারা এগিয়ে থাকবে তারাই মনোনয়ন পাবেন। নেত্রীর মন বিশাল। বঙ্গবন্ধুর মতো গভীর। তিনি অনেক ক্ষমা করেছেন। কিন্তু আগামী নির্বাচনে যারা বিরোধীতা করবে তাদের ক্ষমা করা হবে না। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে।

Featured রাজনীতি শীর্ষ খবর