জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবিল পাস

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবিল পাস

রাজস্ব খাতে বেশকিছু পরিবর্তন এনে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল ২০১৮-১৯। এতে এই অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্যের ওপর থেকে ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব পরিবর্তন এনে অর্থবিল উত্থাপন করলে সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে এটি পাস হয়।

আজ বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। পরে রাত ১০টা ৪০ মিনিটে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়।

Featured অর্থ বাণিজ্য শীর্ষ খবর