সালাহকে নিয়েই চূড়ান্ত দল ঘোষণা মিশরের

সালাহকে নিয়েই চূড়ান্ত দল ঘোষণা মিশরের

ইনজুরি আক্রান্ত মোহামেদ সালাহকে রেখেই রাশিয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। কোচ হেক্টর কুপারের ২৩ সদস্যের একাদশে জায়গা পেয়েছেন ব্রাগা ক্লাবের তারকা আহমেদ হাসান। সালাহ ছাড়া ফারাও দলে একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন মারওয়ান মোহসেন।

বিশ্বকাপের আগে ইনজুরিতে ভুগছেন মিশরের সবচেয়ে বড় তারকা সালাহ। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইনজুরিতে পড়েন লিভারপুল তারকা। ফিটনেস ফিরে পেতে বর্তমানে স্পেনে আছেন তিনি। দলের দ্বিতীয় ম্যাচ থেকেই সালাহ খেলতে পারবেন বলে জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

১৫ জুন উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। ১৯ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে মিশর মাঠে নামবে ২৫ জুন।

মিশর চূড়ান্ত দল

গোলরক্ষক: ইসাম এল হাদারি, মোহামেদ এল-সেন্নাওয়ে ও শেরিফ একরামি।

ডিফেন্ডার: আহমেদ ফাতি, সাদ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামাদি, মোহামেদ আব্দেল-সাফি, আহমেদ হেগাজি, আলী গাবর, ওমর গাবের।

মিডফিল্ডার: তারিক হামেদ, মাহমুদ আব্দেল রাকেজ, মাহমুদ হাসান টেরজেগুয়েত, সিকাবালা, আব্দাল্লাহ এল-সাইদ, সাম মোরসি, মোহামেদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রমজান সোবিহ, আমর ওয়ার্দা।

ফরোয়ার্ড: মারওয়ান মোহসেন ও মোহামেদ সালহ।

খেলাধূলা