প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকা জরুরি সহায়তা চাইলো বিমান

প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকা জরুরি সহায়তা চাইলো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে বিমানের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। এসময় প্রধানমন্ত্রীর কাছে বিমানের আর্থিক সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানান তিনি।

দুই দিন আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিমানের ওই কর্মকর্তার সাক্ষাৎটি ছিল পুরোপুরি অনানুষ্ঠানিক। বিমানের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কাছে জরুরি সহায়তা চাওয়ার আগেই সরকারের কাছে এক হাজার কোটি টাকা চেয়েছিল বিমান।

উল্লেখ্য, সম্প্রতি সংকটে নিমজ্জমান রাষ্ট্রীয় এয়ারলাইন্সকে বাঁচাতে একই ধরনের পদক্ষেপ নেয় নয়াদিল্লি। ভারতের জাতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়াকে ৩০ হাজার কোটি রুপি সহায়তা প্যাকেজ ঘোষণা করে দেশটির সরকার।

বিমানের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তারেকের মাধ্যমে গত ২০ এপ্রিল বিমান এক হাজার কোটি টাকা বরাদ্দ চায়।

পরপর তিন বছর টানা লোকসানের কারণে বিমানের দৈনন্দিন কাজ চালানোই দুরূহ হয়ে পড়েছে। এর সঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের দেনা রয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। এ অবস্থায় প্রতিষ্ঠানকে বাঁচাতে এই অর্থ চেয়েছে বিমান কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বিমান যদি সরকারের কাছ থেকে এই অর্থ না পায় তবে শুধু দৈনন্দিন কাজই নয়, বিমানের কর্মীদের বেতনভাতা দেওয়াও দুরূহ হয়ে পড়বে। গেল বছরে বিমান ১৯৯ কোটি টাকা লোকসান দিয়েছে। এর আগের দুই বছরে যথাক্রমে ৮০ কোটি টাকা ও ১৫ কোটি টাকা লোকসান দেয়। আর কী কারণে এ লোকসান হয়েছে তার ব্যাখ্যা চেয়ে বিমান মন্ত্রণালয় থেকে বিমানের কাছে জবাবদিহিতাও চাওয়া হয়েছিল। কিন্তু বিমান কর্তৃপক্ষ এর জবাব দেয়নি।

অর্থ বাণিজ্য