ম্যাচ পাতানোর অভিযোগে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হওয়ায় সৌদি আরবের রেফারি ফাহাদ আল মিরদাসিকে বিশ্বকাপ থেকে ছাটাই করে দিয়েছে ফিফা।
দুই সপ্তাহ আগে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানিয়েছিল কাপ ফাইনালে একটি দলকে জেতানোর সহযোগিতা করার জন্য ফাহাদ আল মিরদাসি অর্থের দাবী করেছিল। আর সেই অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় ফিফার রেফারিজ কমিটি রাশিয়া বিশ্বকাপের থেকে তার নাম বাদ দিয়েছে। আর এ কারনে পুরো সৌদি আরবের রেফারিং দলকে বিশ্বকাপ থেকে উঠিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে দু’জন সহকারী রেফারিও রয়েছেন।
ফিফা আরো জানিয়েছে আল মিরদাসির স্থানে সরাসরি কাউকে নতুন করে নিয়োগ দেয়া হবে না। তার পরিবর্তে গর্ভনিং বডি সংযুক্ত আরব আমিরাত ও জাপান থেকে দুজন অতিরিক্ত সহকারী রেফারিকে বিশ্বকাপের জন্য নিয়োগ দেবার সিদ্ধান্ত নিয়েছে। বাসস।