‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার’

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার শিক্ষার অনুকুল পরিবেশ তৈরী করতে অবকাঠামোগত উন্নয়নসহ মানসম্মত শিক্ষার ফলে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হয়েছে।

তিনি আজ সোমবার গাইবান্ধা শহরে জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনয়াতনে ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদ্রাস শিক্ষা যুেগাপযোগী করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে মানব সেবায় নিয়োজিত করতে পারে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড: নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা সহকারি শিক্ষা অফিসার শাহনাজ বেগম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক নন্দিতা রায়, অভিভাবক লিটন মিয়া, শাহীন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এর অধীনে গাইবান্ধা শহরে জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডিমিক ভবনটি প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এর ফলে শিক্ষার্থীদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

Featured বাংলাদেশ শীর্ষ খবর