মাদকবিরোধী অভিযান : আরও ১২ জন নিহত

মাদকবিরোধী অভিযান : আরও ১২ জন নিহত

চলমান মাদকবিরোধী অভিযানে গত কয়েকদিনের মতো রবিবার রাতেও রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ও নিজেদের মধ্যে ‘গোলাগুলিতে’ ১২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ নিয়ে গত ৯ দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ৯১ জন।

রবিবার রাতে অভিযানে কুমিল্লায় ২ জন, সাতক্ষীরায় ২ জন, পিরোজপুরে ২ জন, ঝিনাইদহ, চাঁদপুর, পাবনা, রাজধানী, মুন্সীগঞ্জ ও নাটোরে একজন করে নিহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই মাদক ব্যবসায়ী।

কুমিল্লা : দেবিদ্বারের পশ্চিম ভিংলাবাড়ি এবং সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গলিয়ারা এলাকায় পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হায়েছেন এনামুল হক দোলন ভূঁইয়া (৩৫) ও নুরু (৫৫) নামের দুজন।

দেবিদ্বারে নিহত দোলন উপজেলার ভিংলাবাড়ি (মির্জানগর) গ্রামের মৃত আবদুল্লা ভূঁইয়ার ছেলে এবং সদর দক্ষিণে নিহত নুরু উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল কাদের ওহাবের ছেলে।

পুলিশের দাবি, দোলন ভূঁইয়া পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি এবং ও নুরুও মাদক কেনাবেচায় জড়িত।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাদক উদ্ধারে পুলিশের একটি দল পশ্চিম ভিংলাবাড়ি এলাকায় গোমতী বাঁধে অবস্থান নিয়েছিল। সেখানে দোলনসহ তার সহযোগীদের আটকাতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ২৩ রাউন্ড শটগানের গুলি চালায়। উভয় পক্ষের গুলিবিনিময়ে মাদক ব্যবসায়ী দোলন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

দোলনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অভিযানের সময় থানার এসআই যুবরাজ বিশ্বাস, পুলিশ সদস্য গনেশ, মনির ও রাজ্জাক আহত হন বলেও জানান তিনি।

দোলনের বিরুদ্ধে দেবিদ্বার ও মুরাদনগর থানায় ১২টি মাদকের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে রাত দেড়টার দিকে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে মারা যান নুরু।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ সীমান্তবর্তী গলিয়ারা এলাকায় অভিযানে গেলে নুরু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নুরু গুরুতর আহত হয়। তাকে উদ্ধারের পর কুমেক হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় তিনি পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও ৫ কেজি গাঁজা উদ্ধারের কথাও বলেন তিনি।

তিনি বলেন, নুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ১১টি মাদক ও ১টি অস্ত্র মামলা রয়েছে।

সাতক্ষীরা : সদর উপজেলার ভোমরা সড়কের বাঁকালের পাশের আগুনপুর গ্রামে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী।

সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার দাস বলেন, আজ সোমবার ভোরে খবর আসে যে, বাঁকালের পাশে আগুনপুরে দুটি লাশ পড়ে রয়েছে। পুলিশ সেখানে যায়। লাশ দুটির প্রত্যেকের দেহে একটি করে গুলির চিহ্ন রয়েছে। পাশেই পাওয়া গেছে একটি ওয়ানশুটার গান ও ১০৫ বোতল ফেনসিডিল। এ ছাড়া মদের খালি বোতলও পাওয়া গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলির একপর্যায়ে দুজন নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিরোজপুর : জেলার সদর ও মঠবাড়িয়ায় উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার দিনগত মধ্যরাতে নিহতরা হলেন সদর উপজেলায় অহিদুজ্জামান অহিদ ও মঠবাড়িয়া উপজেলায় মো. মিজান। অহিদুজ্জামান নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌড়িখারা সোহাগদল গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। তিনি একটি মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। অপরদিকে মিজানের বাড়ি মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে। তার বিরুদ্ধেও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, রবিবার দুপুরে অহিদুজ্জামান অহিদকে পিরোজপুরের কৃষ্ণনগর এলাকা থেকে আটক করে পুলিশ। পরে রাতে তাকে নিয়ে মাদক উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশের একটি দল কলাখালী ইউনিয়নের কৌবত্তখালী গ্রামে অভিযানে যায়। সেখানে অহিদকে তার সহযোগীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অহিদুজ্জামান গুলিবিদ্ধ হন। তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি দা, ৫টি কার্তুজ ও ১৭৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, উপজেলার বড় মাছুয়া ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজান নিহত হয়েছেন।

এ সময় মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা, ৬০টি ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ : জেলার সদর উপজেলার জারগ্রামে ফরিদ হোসেন (৪২) নাম একজন মাদকের টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের গোলাগুলিতে নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

ফরিদ ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার মহম্মদ আলীর ছেলে।

পুলিশ দাবি, ফরিদ জেলার ‘শীর্ষ মাদক ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সর্কেল) কনক কুমার দাস সাংবাদিকদের বলেন, রাত ১টার দিকে জারগ্রামে গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২টি গুলি, ১টি ম্যাগজিন, কেজি খানেক গাঁজা, ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

চাঁদপুর : জেলার ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু সাঈদ বাদশা ওরফে লাল বাদশা (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

বাদশা ফরিদগঞ্জের গোবিন্দপুর গ্রামের আবদুর রশিদ ছৈয়ালের ছেলে। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুলিশের একটি দল গভীর রাতে অভিযানে বের হয়ে গুপ্টি ব্রিজ এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় আবু সাঈদ বাদশা। বাদশাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানস্থলে ১১১টি ইয়াবা ট্যাবলেট, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ১টি হাতবোমা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পাবনা : জেলার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইজ্জত আলী প্রামাণিক (২৮) নামে একজন মারা গেছেন।

উজ্জত আলী উপজেলার হাটুরিয়া পূর্বপাড়ার মৃত আজাহার আলী প্রামাণিকের ছেলে।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ১৪টি মামলা রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, রাত দেড়টার দিকে বেড়া থানার পুলিশের একটি দল টহল দেওয়ার সময় পৌর এলাকার তেঘরী মহল্লার একটি বাগানের সামনের রাস্তায় একদল ডাকাত দেখতে পায়। তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়ি থামানোর চেষ্টা করছিল। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামার সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে ও ককটেল ফাটায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। ‘বন্দুকযুদ্ধে’র এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থলে ইজ্জত আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই সুব্রত কুমার বিশ্বাসসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশি শাটারগান, ৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু মাদকদ্রব্য।

ঢাকা : রাজধানী মিরপুরে রূপনগর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।

তিনি মাদক ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে রূপনগর থানাধীন সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবন এলাকায় ডিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ জানান, রাত ৩টার দিকে ডিবির কাছে সংবাদ আসে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এরপর ডিবির একটি দল সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি করে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ : জেলার সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা কাতলাপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ সুমন বিশ্বাস ওরফে কানা সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দীন দাবি করেন, রবিবার দিনগত রাত ২টায় পুলিশের কাছে খবর আসে সুমনের লাশ মুরমা কাতলাপাড়া ব্রিজের সামনে পড়ে আছে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

সুমন মিরকাদিম পৌরসভার পানির ট্রাংকি এলাকার বাসিন্দা। তার মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নাটোর : জেলার সিংড়া উপজেলায় ব্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খালেক উদ্দিন নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা দাবি করেন, উপজেলার ভাগনাগরকান্দি এলাকার একটি বাড়িতে মাদক লেনদেনের খবর পেয়ে রাত ২টায় র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। তখন সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় খালেক গুলিবিদ্ধ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কিছু মাদকদ্রব্য, একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Featured বাংলাদেশ শীর্ষ খবর