‘বেল জাদুতে’ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। কিয়েভে শনিবারের ফাইনালে ৩-১ গোলে জিতেছে জিদানের দল।
ইতিহাস গড়তে গত আসরের ফাইনালে খেলানো একাদশের ওপরই আস্থা রেখেছিলেন জিনেদিন জিদান। তাকে হতাশ করেনি শিষ্যরা। আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ল রিয়াল।
গ্যারেথ বেল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যেন ২০০২ সালের জিনেদিন জিদান হয়ে গেলেন। বায়ার্ন মউনিখের বিপক্ষে জিদান ২০০২ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বাইসাইকেল ভলিকে গোল করে নজির গড়েন।
আর ১৬ বছর পরে তারই শীর্ষ গ্যারেথ বেল বাইসাইকেল ভলিতে গোল করলেন।
চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর ইউরোপের বড় মঞ্চে কোনো দলই পারেনি টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে। গতবার চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছিল তারা। এবার যেন সেটিকেও ছাড়িয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদেরকে অন্য সবার থেকে আরও উঁচুতে নিয়ে যায় জিদানের দল। ফাইনালে রিয়ালের হয়ে জোড়া গোল করে নায়ক বনে যান ওয়েলশ তারকা গ্যারাথ বেল।
গত মৌসুমে রিয়াল ফাইনালে হারিয়েছিল ইউভেন্তুসকে, তার আগেরবার আতলেতিকো মাদ্রিদকে। এবার লিভারপুলকে হারিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল টুর্নামেন্টের সফলতম দল রিয়াল।
রবিবার রাতের এই ম্যাচে দু’দলের মাঠের উত্তাপ ছাপিয়ে ম্যাচের আকর্ষণ অনেকটা কমে যায় লিভারপুলের মোহামেদ সালাহ এবং রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক দানি কার্ভাহালের ইনজুরিতে। ম্যাচের ২৭ মিনিটে কাঁধের ইনজুরিতে পড়ে কান্নায় মাঠ ছাড়েন সালাহ। এর ঠিক ১২ মিনিট পর রিয়াল মাদ্রিদের কার্ভাহাল ইনজুরিতে পড়েন। তিনিও কান্না ভেজা চোখে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে দুজনের বিশ্বকাপে খেলার সম্ভাবনা ম্যাচ পরবর্তী পরীক্ষার পরেই জানা যাবে।
প্রথম থেকেই রিয়াল মাদ্রিদকে বেশ চেপে ধরে লিভারপুল। ম্যাচের ১৬ মিনিটে রোনালদোর বুলেট গতির শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে পরিকল্পিত এক আক্রমণ থেকে সালাহর কাছ থেকে বল পেয়ে আলেক্সান্ডার আর্নল্ডের দূর পাল্লার মাটি কামড়ানো শট দুর্দান্ত ভঙ্গিমায় রুখে দেন নাভাস। এরপরেই লিভারপুল শিবিরে নেমে আসে হতাশা। রাজ্যের অন্ধকার দেখা যায় ইয়ুর্গেন ক্লপের চোখেমুখে। তার অবস্থা এমন হবেই বা না কেন। ২৭ মিনিটে কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিভারপুলের প্রধান খেলোয়াড় মোহামেদ সালাহ।
সালাহর ইনজুরির রেশ কাটতে না কাটতেই আবারও ইনজুরি। এবার রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক দানি কার্ভাহাল। তিনিও সালাহর মতো চোখের জলে মাঠ ছাড়েন। তার পরিবর্তে মাঠে নামেন নাচো। প্রথমার্ধে আর কোনো দল তেমন আক্রমণ করতে না পারলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে খোলস ছেড়ে বেরুতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে ইস্কোর দূরপাল্লার শট গোলবারে লেগে ফিরে আসলে আশাহত হয় জিদানশিষ্যরা। ৫১ মিনিটে এক তুঘলকি কাণ্ড ঘটিয়ে বসেন লিভারপুল গোলকিপার কারিউস। রিয়াল মাদ্রিদের এক ফুটবলারের দেওয়া লং পাসটি নিজের তালু বন্দি করার ঠিক পরপরই সেটিকে হাত দিয়ে সতীর্থদের কাছে পাঠাতে গিয়েই বাঁধালেন বিপত্তি। তার সামনেই থাকা রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমার পায়ে লেগে সেটি গোলে পরিণত হলে অপ্রত্যাশিত গোল পেয়ে যায় মাদ্রিদ। লিভারপুল গোলকিপারের এমন কাণ্ডে হতভম্ব পুরো স্টেডিয়াম। ২০০২ সালের পর প্রথম ফ্রেঞ্চ ফুটবলার হিসবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করলেন বেনজেমা।
গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকা লিভারপুল গোলও পেয়ে যায় ৫৫ মিনিটে। লভরেনের বাড়ানো বলে পা ছুঁয়ে সেটিকে গোলে পরিণত করেন সাদিও মানে।
চতুর্থ আফ্রিকান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করলেন তিনি। ৬৩ মিনিটে ইস্কোর পরিবর্তে মাঠে নামেন গ্যারাথ বেল। নেমেই ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন গ্যারাথ বেল।
৬৪ মিনিটে মার্সেলোর বাড়ানো বল থেকে ডি বক্সের ভেতর বাইসাইকেল কিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা গোলটি করেন গ্যারাথ বেল। ৭০ মিনিটে গোলের সুযোগও পেয়েছিল লিভারপুল। কিন্তু সাদিও মানের শট গোলবারে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় তারা।
ম্যাচের শেষ দিকে আরও একবার লিভারপুল গোলকিপারের ভুলে পিছিয়ে পড়ে লিভারপুল। ৮৩ মিনিটে গ্যারাথ বেলের দূরপাল্লার বুলেট গতির শট পাঞ্চ করতে গিয়ে নিজেদের গোলবারের ঢুকিয়ে দেন তিনি। ফাইনালের মঞ্চে জোড়া গোল করে ফাইনালটা স্মরণীয় করে রাখলেন এই ওয়েলশ তারকা।
বাকি সময়ে আর গোল না হলে ৩-১ গোলের জয়ে নিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
ইউরোপ সেরার মঞ্চে এর আগে রিয়াল সবশেষ ফাইনালে হেরেছিল ১৯৮১ সালে; লিভারপুলের কাছে। তারপর থেকে এনিয়ে সাতবার ফাইনাল খেলে সবকটিতে জিতল মাদ্রিদের ক্লাবটি।
২০০৫ সালে নিজেদের পাঁচ শিরোপার শেষটি জিতেছিল লিভারপুল। ২০০৭ সালের পর আবার ফাইনালে হারল ইংল্যান্ডের দলটি।
প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো।
তবে এদিনের ফাইনালে খুব একটা খুঁজে পাওয়া যায়নি তাকে। যেন নিজের ছায়া হয়ে ছিলেন রিয়ালের সবচেয়ে বড় তারকা।
অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের জয় পরাজয় ছাড়িয়ে সালাহ এবং কারভাজালের ইনজুরি কপালে ভাল ফেলেছে লিভারপুল ছাড়িয়ে মিসর এবং রিয়াল ছাড়িয়ে স্পেন ভক্তদের।
কারভাজালের বিশ্বকাপ একপ্রকার শেষ হয়ে গেছে। তবে রামোস যেভাবে সালাহকে ট্যাকল করেছেন তাকে মিসরের ভক্তরা তাকে ক্ষমা করবেন না। মিসরকে বিশ্বকাপে নিয়ে যেতে এবং বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটির রাজা সালাহ। তাকেই যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে মিসর না পায় তবে মিসরবাসীর চক্ষুশুলে পরিণত হবেন রামোস।