শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে পাকিস্তানকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব অ্যান্ডারস ফগ রামোসেই। এর পাশাপাশি বন্ধ ন্যাটো সরবরাহ পথ খুলে দেওয়ার জন্যও তিনি আহবান জানান পাকিস্তানের প্রতি।
আফগানিস্তানে ন্যাটোর অভিযান শেষ করার দ্বারপ্রান্তে অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ ন্যাটো সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারটি সাংবাদিকদের কাছে শুক্রবার নিশ্চিত করেন ন্যাটো মহাসচিব।
আগামী ২০ ও ২১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। ধারণা করা হচ্ছে বিশ্বের কমপক্ষে ৬০ জন রাষ্ট্র প্রধান এ সম্মেলনে অংশ নেবেন। ন্যাটোর ইতিহাসে এ সম্মেলনই সবচেয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ন্যাটো প্রধান বলেন পাকিস্তানের নাম আমন্ত্রিতদের তালিকায় নেই। এর পাশাপাশি রাশিয়া চীন এবং ভারতকেও এখনও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি। তবে ধারণা করা হচ্ছিলো আফগানিস্তানে ন্যাটো অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং সহায়তাকারী হিসেবে পাকিস্তানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও কাতার, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছে বলে জানা গেছে।