সাংবাদিক নিহত দায়ী বাসচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাংবাদিক নিহত দায়ী বাসচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীতে শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হওয়ার সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ঘটনায় দায়ী বাসচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ শুক্রবার সন্ধ্যার পর এ তথ্য জানিয়ে বলেন, ‘সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রেস সেক্রেটারি আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।’

প্রসঙ্গত, রাজধানীতে পৃথক দু’টি দুর্ঘটনায় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের সিনিয়র স্টাফ রিপোর্টার বিভাস চন্দ্র সাহা এবং বরিশালের দৈনিক মতবাদের আলোকচিত্র সাংবাদিক শহিদুজ্জামান টিটু নিহত হন।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ধানমণ্ডির সিটি কলেজের পাশে মোটরসাইকেল আরোহী সাংবাদিক বিভাস চন্দ্র সাহা মৈত্রী পরিবহনের একটি বাসচাপায় নিহত হন।

এর আগে দুপুরে শাহবাগ এলাকায় রূপসী বাংলা হোটেলের পাশে ইউনাইটেড পরিবহনের একটি বাসচাপায় নিহত হন বরিশাল থেকে আগত ফটো সাংবাদিক টিটু। তিনি রিকশাআরোহী ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর