হরতালের নামে বিরোধী দলের নৈরাজ্য মেনে নেওয়া হবে না: নৌমন্ত্রী

হরতালের নামে বিরোধী দলের নৈরাজ্য মেনে নেওয়া হবে না: নৌমন্ত্রী

বিরোধী দলের ডাকা একের পর এক হরতালের কঠোর সমালোচনা করে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, ‘জ্বালাও পোড়াও চলতে থাকলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো। হরতালের নামে বিরোধী দলের নৈরাজ্যকর পরিস্থিতি মেনে নেওয়া হবে না।’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার আলীগঞ্জ খেলার মাঠে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে।

ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘একজন ইলিয়াস আলীর জন্য বিএনপি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এ পর্যন্ত ৫ জনকে হত্যা করেছে।’

এ কোনো ধরনের রাজনীতি?- প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, ‘এরকম অবস্থা চলতে দেওয়া যায় না। এরকম অরাজকতা চলতে থাকলে পরিবহন শ্রমিকদের রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘বুড়িগঙ্গা নদীর তীর ধরে ৫ কিলোমিটার ওয়াক ওয়ে তৈরি করা হয়েছে। আরও ষোলো কিলোমিটার তৈরির জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে।’

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আড়াইহাজার-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হাজী মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, নারায়ণগঞ্জ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন খোকা, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ রাজনীতি