বাণিজ্যের সঙ্গে সুরুচি, আধুনিকতা ও শিল্পবোধের সমন্বয় ঘটিয়েছিলেন শিল্পী নিতুন কুণ্ডু। তার ব্যবসায়িক উদ্যোগ ‘অটবি’ সে কারণেই দৃষ্টি কেড়েছিলো সাধারণ মানুষের। কিন্তু এই শিল্পীর অকাল প্রয়াণের পর তার শিল্পকর্ম টিকে থাকলেও ঐতিহ্য হারাচ্ছে অটবি। একটি সম্ভাবনাময় উদ্যোগ কিভাবে অদক্ষ, অযোগ্য নেতৃত্ব, পারিবারিক কোন্দল ও স্রেফ অবহেলায় ক্রমেই হারাতে বসেছে ।